রবিউল ইসলাম মিটু, যশোর : আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিনদিন ব্যাপী যশোর জেলা ইজতেমা। যশোর উপশহর কলেজ মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে যশোরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মসলমানরা অংশ নিবেন। ইতিমধ্যে ইজতেমা ময়দানের তৈরির কাজ শুরু হয়ে গেছে। ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগের মুরব্বী উলামারা বয়ান করবেন। যশোর মারকাজ মসজিদের তত্ত্বাবধানে এই ইজতেমা ময়দানের কাজ চলছে। ৩০ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা।
যশোর মারকাজ মসজিদের শুরা সদস্য মশিয়ার রহমান জানান, আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর যশোরে জেলা ইজতেমা অনুষ্টিত হবে। এই ইজতেমায় দেশি বিদেশি ধর্মপ্রাণ মসলমানরা অংশ নিবেন। ইতিমধ্যে ইজতেমার জন্য মাঠ তৈরির কাজ শুরু হয়ে গেছে।