যশোর : যশোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে ৪শ পিচ ইয়াবা সহ ইরফান হোসেন(৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে৷ রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হালসা গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৪শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়৷ এ সংক্রান্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের এক প্রেসবিঙ্গপ্তিতে এসব তথ্য জানানো হয়৷ গ্রেফতার আসামী হলো সদর উপজেলার আরিচপুর গ্রামের মৃত সুলতান সর্দারর ছেলে ইরফান হোসেন৷
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হালসা গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ৷ এসময় ওই এলাকার আব্দুল কাদের কারিকরের ছেলে মনিরুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের ছলিং রাস্তার উপর হতে গ্রেফতার ইরফান হোসেনের কাছ থেকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়৷ কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে৷