যশোর অফিস : যশোর কোতয়ালি থানা পুলিশ রেলস্টেশন এলাকা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জান্নাতুল ফেরদৌস সিয়াম (২১) নামে এক যুবককে আটক করেছে। সিয়াম ষষ্টিতলা পাড়ার বুনোপাড়ার রোড়ের নজরুল ইসলামের ছেলে।
কোতয়ালি থানার এএসআই কামাল হোসেন জানিয়েছেন, সিয়াম গত রোববার রাতে রেলস্টেশনের পাবলিক টয়লেটের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে রাত পৌনে ১১টার দিকে সেখানে গিয়ে তাকে আটক করা হয় এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।