রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে আটক মসজিদের ইমাম মোজাফফর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত; যাকে পুলিশ নব্য জেএমবির আঞ্চলিক সংগঠক বলে দাবি করে আটক করেছিল সোমবার রাতে।
মঙ্গলবার সন্ধ্যায় মোজাফফরকে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাকে সাত দিনের রিমান্ডে দেওয়ার আবেদন করা হয় পুলিশের প থেকে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন আগামী ২৬ অক্টোবর। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শফিউদ্দিন এই তথ্য জানিয়েছেন।
শহরতলীর পাগলদহ মাঠপাড়ায় সোমবার সন্ধ্যারাতে একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ওই বাড়িটি মোজাফফর হোসেন নামে এক ব্যক্তির, যিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পুরনো ছাত্রাবাস মসজিদের ইমাম। পুলিশ রাত আটটার দিকে সংশ্লিষ্ট মসজিদটি থেকে মোজাফফরকে আটক করে। তাকেসহ একদল পুলিশ রাত নয়টার পর পাগলাদহের বাড়িটিতে ঢোকে। সেখান থেকে অস্ত্র, বিস্ফোরক, বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম উদ্ধার হয় বলে পুলিশ সুপার আনিসুর রহমান ওই রাত দশটার দিকে ব্রিফিংয়ে দাবি করেছিলেন।
যদিও প্রতিবেশীরা বলছেন, মোজাফফর অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। তার জঙ্গি সম্পৃক্ততা নিয়ে ঘোর সন্দেহ এলাকাবাসীর।