যশোর: প্রাইভেট পড়তে গিয়ে প্রকাশ্যে কিশোরী পূজা আইচ (১৪) কে চিহ্নিত দূর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে। অপহরনের ৬ দিন পর অপহরণকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে,মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামের ইন্তাজের ছেলে রাসেল হোসেন ও সোহেল,ধোপাখালী পাড়ার সাহেব আলীর ছেলে মনিরুল ইসলাম, ইন্তাজের স্ত্রী তহমিনা বেগম,যশোর সদর উপজেলার জিরাট গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোছা তানজিলা আক্তার,তার দুই ছেলে আল-আমিন ও মুন্তাকিনসহ অজ্ঞাতনামা ২/৩জন। পুলিশ মামলা আসামী তানজিলা আক্তারকে গ্রেফতার করে।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের প্রবল আইচ কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহােের বলেছেন,তার মেয়ে পূজা আইচ সদর উপজেলার রুপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীতে দশম শ্রেনীতে লেখা পড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে রাসেল হোসেন উত্যক্ত করা সহ বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে অপহরনের হুমকী দেয়। পূজা আইচ বিষয়টি তার মা বাবাকে জানালে তারা রাসেলের আত্মীয় স্বজনকে জানায়। রাসেলের আত্মীয় স্বজনকে জানানোর কারনে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩ ফেব্রুয়ারী সকালে কিশোরী পূজা আইচ প্রাইভেট পড়তে বাড়ি হতে বের হয়। সকাল ৮ টা ১০ মিনিটের সময়ে জিরাট গ্রামের তানজিলা আক্তারের বাড়ির সামনে পৌছালে রাসেল হোসেনসহ অন্যান্য আসামীরা সাদা রংয়ের মাইক্রোবাস যোগে কিশোরীকে জোর পূর্বক অপহরণ করে যশোরের দিকে চলে আসে। বাদি আসামীদের সহযোগীদের কাছে তার মেয়েকে ফেরত পাওয়ার ব্যাপারে অনুরোধ কররে। উল্টো আসামীরা হুমকী ধামকী দেয়। বাদি উপায়ূন্তর না পেয়ে আসামীদের বিরুদ্ধে শুক্রবার ৯ ফেব্রুয়ারী কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার নামীয় আসামী তানজিলা আক্তারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।