যশোর: শার্শার ভবেরবেড় গ্রামের ইমাম আলীর ছেলে অনিক হাসান (৯) বোমার স্প্রিন্টারের আঘাতে আহত হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পিতা ইমাম আলী জানান, তার ছেলে অনিক রোববার সকাল ১০টায় বাড়ির অদুরে রেললাইনের পাশে খেলা করছিল। এসময় সে একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায়। খেলার বল ভেবে সেটি খুলতে গেলে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বোমার স্প্রিন্টারের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের ডাক্তার হাবিবুর রহমান ভুইয়া তাকে ভর্তি জন্য ওয়ার্ডে পাঠিয়ে দেন। তবে তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন।