যশোরে ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলের অভিযোগ

প্রকাশঃ ২০২৩-০৩-১৯ - ১৪:০২

যশোর অফিস : যশোর সদরের চাচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামে ক্রয়কৃত জমি জোর পূর্বক দখলের অভিযোগ করেছেন যশোরের চাচড়া ডালমিল এলাকার মৃত ইকরামুল ইসলাম চৌধুরীর ছেলে শাহাবুদ্দিন চৌধুরী সোহেল।

তিনি অভিযোগ করেন, তার ক্রয়কৃত জমিতে ৫/৬ বছর যাবত গাছ রোপন ও পুকুর কেটে মাছের চাষ করছিলাম। ১৪ মার্চ দুপুর ২টার সময় আমার জমিতে চাচড়া, দাড়িপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে সেলিম রেজা পান্নু এবং তার লোকজন জোর পূর্বক প্রবেশ করে জমির বেড়া ও গাছ কেটে ফেলে এবং মাটি ভরাটের কাজ শুরু করে। এই ঘটনা আমার নিয়োজিত কর্মচারী আব্দুর রাজ্জাক ও নারান আমাকে জানায়। তখন আমি সেলিম রেজা পান্নুকে তার মোবাইল ফোনে কথা বললে জানায়, আমার জমিতে কেন মাটি ফেলা হচ্ছে, সে আমাকে জানান, ওই জমি তার। তার জমিতে সে মাটি ফেলবে। এছাড়াও আমাকে বিভিন্ন হুমকি স্বরূপ কথাবার্তা বলে। পান্নু সম্পূর্ণ বেআইনিভাবে আমার ক্রয়ক্রত ভোগদখলী সম্পত্তি দখল করে মাটি ফেলা অব্যাহত রেখেছে। যে কোন সময় পান্নু তার লোকজন নিয়ে তার জমি দখল করে নিতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

এ ঘটনায় সেলিম রেজা পান্নুর কাছে জানতে চাইলে তিনি মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, জমির মালিক মুকুলের নিকট থেকে জমি কিনেছি। আমার জমি আমি বুঝে পেয়েছি। জমি মাপজোপ ও বুঝে নেয়ার সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার জমি কমবেশি হলে জমির মালিক মুকুলের নিকট থেকে বুঝে নিতে হবে।