যশোর প্রতিনিধি: খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছে কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা। বুধবার (১৫ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার পুলেরহাট, তপসিডাঙ্গা ও বেড়বাড়ি গ্রামের লোকজন যশোর রাজগন্জ সড়কে তপসিডাঙ্গা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। প্রশাসনের আশ্বাসে এক ঘন্টার তারা অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙ্গা,পুলেরহাট, বেড়বাড়ি গ্রামের কর্মহীনরা ইউপি চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনেন জীবন বাঁচাতে সাহায্য চেয়েও পাননি। ফলে বুধবার যশোর রাজগঞ্জ সড়ক অবরোধ করতে থাকে। খবর পেয়ে সদর উপজেলার ইউ এন ও কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম,সেনা, পুলিশ এবং র্যাব সদস্যরা সহায়তার আশ্বাস দিলেও তারা বিক্ষোভ করতে থাকে। তারা মাইকিং করে সকলকে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটায় দুই গ্রামের কিছু লোককে নিয়ে তালিকা করে খাদ্য সহায়তা পৌছে দেবার আশ্বাস দেয়ার পর তারা সড়ক ছেড়ে ঘরে ফিরে যান।