যশোর : যশোর পিডিবির লাইনম্যান জহুরুল উদ্দিন গাজী গাছের ডাল কাটতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছেন। তিনি ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিন উদ্দিন গাজীর ছেলে। শুক্রবার সকালে শহরের ঢাকা রোডের বারান্দীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাগ্নে আবু বক্কর সিদ্দিক জানান,অফিসিয়াল ভাবে শুক্রবার সকালে শহরের ঢাকা রোড বারান্দীপাড়া এলাকায় বটগাছের ডাল কাটতে যায়। বটগাছের ডাল কাটার সময় মই লাগিয়ে উপরে উঠলে তার মই সরে যায়। এসময় তিনি পড়ে গেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। জরুরী বিভাগের ডাক্তার কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালি থানার এসআই খবির উদ্দিন ও এসআই কাউম মুন্সি মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।