যশোর অফিস : প্রতিরক্ষা মন্ত্রনালয়ে চাকরির প্রলোভনে ৬১ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মিরাজ গাজী নামে এক প্রতারকের বিরুদ্ধে মইনুল ইসলাম নামে এক ব্যক্তি একই মামলা করেছেন। আসামি মিরাজ গাজী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের বনি গাজীর ছেলে। বাদী মইনুল ইসলাম খুলনার খালিশপুর কলোনী এলাকার খাদেমুল ইসলামের ছেলে।
বাদী মামলায় জানিয়েছেন, তার শ্যালক মোস্তাফিজুর রহমান একই জেলার আড়ংঘাটা এলাকার বাসিন্দা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি দিতে পারবে বলে মইনুল ইসলামকে জানায় আসামি মিরাজ গাজী। এরপর চাকরি দিতে মিরাজ ৬১ হাজার টাকা ঘুষ দাবি করে। গত ২৬ মার্চের মধ্যে চাকরি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হুমায়ুন আহমদ বলেছেন, আসামি মিরাজকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।