যশোর : যশোরে র্যাবের অভিযানে বিপুল পরিমান চোলাই মদ সহ বেল্লাল পাটোয়ারী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে৷ রোববার রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা থেকে ১৫০ লিটার চোলাই মদসহ হাতে নাতে গ্রেফতার করে র্যাব৷ গ্রেফতারকৃত হলো অভয়নগর উপজেলার গোয়াখোলা এলাকার মৃত কালু পাটোয়ারীর ছেলে বেল্লাল পাটোয়ারী ১৫০লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়৷
এক প্রেসবিঙ্গপ্তিতে কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন এতথ্য নিশ্চিত করেন৷ র্যাব সুত্রে জানাযায়, রোববার রাত সাড়ে ৭টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ লিটার চোলাই মদসহ হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা করা হয়েছে।