যশোর: যশোর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুলের বাড়ির মালামাল ভাংচুর করে পুলিশ ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে। বাবুল যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মোল্যাপাড়ার মুনসুর মোল্যার ছেলে।
বাবুলের মা সাহিদা বেগম সাংবাদিকদের জানান, শনিবার দিনগত রাতে ২০-৩০ জন পুলিশ তাদের বাড়ি ঘেরাও করে। ১০-১২ জন পুলিশ তাদের বাড়ির মধ্যে ঢুকে দরজা খুলে দিতে বলে।
‘আমি এবং আমার মেয়েরা মিলে পুলিশকে জানাই, বাড়িতে কোনো পুরুষ-ছেলে নেই। তার পরেও পুলিশ গেট খুলতে বাধ্য করে। গেট খুলে দিলে পুলিশ আমার বসতবাড়ির পাঁচটির মধ্যে চারটি রুমে ঢুকে তল্লাশির নামে ঘরে থাকা টিভি, শো-কেস, আলমারি, টি-টেবিল, ড্রেসিং টেবিলসহ সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেয়,’ বলছিলেন সাহিদা।
বাবুলের বোন আসমা খাতুন সাংবাদিকদের জানান, পুলিশ ঘরে ঢুকেই বলে ‘বাবুল কই, কই বাবুল। এসময় চোখের সামনে যা কিছু পায় তা হকিস্টিক দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। পুলিশি তান্ডবে প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংস হয়েছে বলে তিনি দাবি করেন।
কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশ নাজমুল হোসেন বাবুলের বাড়িতে যেতে পারে তাকে আটক করতে। তবে ভাংচুরের অভিযোগ সত্যি না। পুলিশ চলে আসার পর প্রতিপক্ষের কেউ হয়তো ভাংচুর করতে পারে।’
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুলের বাড়িতে পুলিশ যেভাবে ভাংচুর করেছে, তা সভ্য সমাজের কোথাও হয় বলে জানা নেই। অতিউৎসাহী কতিপয় পুলিশ সরকারি দলের কর্মীর মতো কাজ করছে।’