রবিউল ইসলাম মিটু,যশোর : জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেন পলাশের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগর, এমএমকলেজ ও সিটি কলেজ শাখার ছাত্রদলের আয়োজিত এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, যশোর নগর বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, যশোর জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা শামসুজ্জামান রিন্টু ও নাসির উদ্দীন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সহসভাপতি প্রফেসর গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খান, প্রচার সম্পাদক আলহাজ আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহম্মদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, নগর মহিলাদলের সভানেত্রী ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, ছাত্রদল নেতা জহুরুল হক শিমুল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রদল নেতা রবিউল ইসলাম টিপু। আলোচনা সভা শেষে প্রয়াত ছাত্রদল নেতা কবির হোসেন পলাশের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, ছাত্রদল নেতা কবির হোসেন পলাশের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যশোর জেলা, নগর, এমএম কলেজ ও সিটি কলেজ ছাত্রদল নানা কর্মসূচি গ্রহন করে। গৃহিত কর্মসূচির মধ্যে ছিলো সকাল ১০ টায় শহরের কারবাল কবরস্থানে কবর জিয়ারত, সকাল ১১ টায় শহরের সিভিল কোর্ট মোড়ে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। এসব কর্মসূচিতে যশোর জেলা, নগর, এমএম কলেজ ও সিটি কলেজ ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য গত ২০১৩ সালের ৯ ডিসেম্বর যশোর সিভিল কোর্ট মোড়ে দূর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা কবির হোসেন পলাশ নিহত হয়।