যশোর: যশোরে (৬) এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৮টা ৫০ মিনিটে গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অভয়নগর উপজেলার একটি গ্রামের রাজমিস্ত্রির মেয়ে ও স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ওই শিশুর পিতা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় একই এলাকার জালাল গাজীর ছেলে বখাটে লিটন গাজী (১৬) নামে এক কিশোর তাকে টাকা দেবার কথা বলে বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই মেয়ের চিৎকারে লিটন গাজী পালিয়ে যায়। সন্ধ্যায় ওই শিশুর পরিবারের লোকজন অভায়নগর থানায় লিখিত অভিযোগ করেন এবং রাতে তাকে হাসপাতালে ভর্তি করা করে।
জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে। বিস্তারির জানতে ডাক্তারি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে।