যশোর অফিস : যশোরে মা ও ভাইকে বাড়ি থেকে বের করে এবং বাবাকে হাসপাতালে ভর্তি রেখে জমি লিখে নেয়ার চেষ্টা করা প্রবাস ফেরত মুর্তজার রাসেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সন্ত্রাসী বাহিনী নিয়ে ছোটভাইয়ের ফসল লুট ও দেশিয়ে অস্ত্রের মুখে জিম্মি এবং হত্যার হুমকির অভিযোগে গতকাল রোববার মুর্তজা রাসেলসহ ছয়জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন রাসেলের ছোট ভাই চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলীর ছেলে আল ইমরান। আসামিরা হলেন ইমরানের ভাই এ,কে,এম মর্তুজা রাসেল, একই গ্রামের মগর আলীর ছেলে শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমানের ছেলে বিশাল, মৃত বজলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বাবুল, আমিনুর রহমানের ছেলে মামুন ও মৃত মহাতাব উদ্দীনের ছেলে মাসুম।
মামলায় বাদী উল্লেখ করেন, বাদী পরিবারের সন্মতিক্রমে পৈত্রিক জমিতে গোডাউন নির্মান করে সেখানে পাট সংরক্ষন করে রাখে। এছাড়াও অন্য অংশে গাছগাছালি রোপন , ফসল রোপন করে আসতেছে। আসামিরা এলাকায় পর সম্পদলোভী, ভুমিদস্যু ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। এরমাঝে তার ভাই এ.কে.এম মুর্তজা রাসেল তার ক্ষতিকরার ষড়যন্ত্র শুরু করে। আর সাথে নেই সন্ত্রাসী বাহীনির সদস্যদের। তারই অংশ হিসেবে গত ১০ মার্চ সকাল আটটায় আসামিসহ অজ্ঞাত আরও ৫/৭জন একত্রিত হয়ে গাছিদা, হাসুয়া, শাবলসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে বাদীর ১২০ শতক জমিতে রোপনকৃত গম হার্বেষ্টার মেশিনের মাধ্যমে ৪০ মন পাকা গম কেটে নেয়।
বাদী পক্ষের আইনজীবী কাজী ফরিদুল ইসলাম জানান, তার ভাই মামলা করেছেন। পর্যায়ক্রমে মা ও বোনরাও আদালতে মামলা করবেন। এ বিষয়ে তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।