যশোর : যশোর শহরের ভৈরব নদের পাশে আম গাছ থেকে ইজিবাইক চালক সুমন হোসেনের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকায় বসবাস করে এবং সে যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান এলাকার মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ভৈরবের পাড়ে আমগাছে সুমন হোসেনকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। কোতয়ালী থানার এসআই ফেরদৌস হোসেন সোমবার সকাল ১০টার দিকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের স্বজনরা জানান, সুমন হোসেন শহরের টালিখোলা এলাকার আকবরের বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে। রবিবার রাতে তার স্ত্রীর সাথে গোলযোগ হয়। এরপর সবাই ঘুমিয়ে পড়লে রাতে কোনো এক সময় সে ঘর থেকে বের হয়ে ঘোষপাড়ার ভৈরব নদের পাশে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে।
যশোর কোতয়ালি থানার এস আই ফেরদৌস জানান, ভৈরব নদের পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।