যশোর: যশোর শহরের ভারতীয় ভিসা সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় ইমন হোসেন নামে মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ইমন সাতক্ষীরার কলারোয়া উপজেলা শহরের গদখালী এলাকার আব্দুস সামাদের ছেলে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ইমন একটি অ্যাপাচি মোটরসাইকেল চালিয়ে যশোর শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে ঝুমঝুমপুরে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। ভারতীয় ভিসা সেন্টারের সামনে পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক ইমনকে ধাক্কা দেয়। মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতয়ালী থানার এসআই তারেক নাহিয়ান দুর্ঘটনায় ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান এবং ট্রাকটি জব্দ করেন।