যশোর অফিস: যশোরে একটি ট্রাক্সি থেকে ২শ ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ট্রাক্সির ড্যাসবোর্ডের নিচে বিশেষ কায়দায় ওই ফেনসিডিল বহন করছিল। আটক মাদক ব্যবসায়ীরা হলো, ঝিকরগাছা উপজেলার কুলবাড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে রেজোয়ান হোসেন (২৫) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকার রফিকুল ইসলামের ছেলে ফরিদ হোসেন (২২)।
চাঁচড়া ফাঁড়ির এসআই জামাল সাংবাদিকদের জানান, পুলিশ জানতে পারে, কলারোয়া থেকে একটি ট্রাক্সিতে (ঢাকা মেট্রো খ ১২-৬৩৭১) বিশেষ কায়দায় লুকিয়ে কিছু ফেনসিডিল কুষ্টিয়া নেওযা হবে। সোর্সের দেওয়া সংবাদ মোতাবেক পুলিশ শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বিকালে অবস্থান নেয়। ট্রাক্সিটি আসার পর পুলিশ সেটি আটক করে। পরে ড্যাসবোর্ডের নিচে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে লুকিয়ে রাখা ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়িতে থাকা দুই মাদক পাচারকারীকে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মো. রফিকুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।