যশোর: যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাসেম আলী (৫০) নামে এক ব্যক্তি জখম হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসেম আলী শহরের বিসিএমসি কলেজ পাড়ার মৃত হাতেম আলীর ছেলে।
আহত হাসেম জানিয়েছেন, তার একটি ট্রাক আছে। দীর্ঘদিন ধরে ট্রাকটি শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার সাদ্দাম নামে এক যুবক চালিয়ে আসছিলো। গত ২ ফেব্রুয়ারি ট্রাক চালক সাদ্দাম ব্যক্তিগত সমস্যার কথাবলে এক সম্পাহের জন্যে ২০হাজার টাকা ধার নেয়। সময় মত টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করে আসছিলো। ১৭ ফেব্রুয়ারি রাতে তিনি টাকার জন্য ট্রাক চালক সাদ্দামকে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম ১৮ ফেব্রুয়ারি সকালে হাসেম আলীর বাড়িতে হামলাকরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।