রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় তথ্য ও প্রযুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে। যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে এ শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সরকার মন্ত্রণালয় যশোরের উপ-পরিচালক মাজেদুর রহমান খান।
শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মন্ত্রিসভা ২৭ নভেম্বর ১২ ডিসেম্বর দিনটিকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে ঘোষণা করে। এ উদযাপনের মাধ্যমে সরকারের অবদান প্রচারের পাশাপাশি তরুণ প্রজন্ম যেন তাদের মেধা-মননের মাধ্যমে ৪র্থ শিল্প বিপ্লবে নিজেদেরকে সম্পৃক্ত করতে উদ্বুদ্ধ হয়, সে বিষয়ে ভূমিকা রাখবে।
শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়।