যশোরে তিনটি দোকানের জরিমানা

প্রকাশঃ ২০১৮-০১-২৯ - ১৯:২২

যশোর অফিস : যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি হার্ডওয়্যারের দোকানে আট হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ সোমবার বেলা ১২টার দিকে শহরের ঘোপ বেলতলায় ‘পাঁচবাড়িয়া হার্ডওয়্যার’, ‘রাজধানী হার্ডওয়্যার’ এবং ‘খান হার্ডওয়্যার’-এ এই অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন বলেন, ‘অভিযানকালে দেখা যায়, পাঁচবাড়িয়া হার্ডওয়্যারে অনুমোদন ছাড়া স্পিরিট সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। এই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ প্রতিষ্ঠানটির মালিক ওহেদুজ্জামানকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।’

তিনি জানান, পাশেই অবস্থিত রাজধানী হার্ডওয়্যার ও খান হার্ডওয়্যারে এই অপরাধে মালিক যথাক্রমে আবুল কাসেমকে তিন হাজার ও খান হার্ডওয়্যারের মালিক মো. এনামুলকে একই আইনের একই ধারায় দুই হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।