রবিউল ইসলাম মিটু যশোর : যশোরে স্বামী কাজে না যাওয়ায় আসমা খাতুন ওরফে নাছমা (৪৫) নামে এক তিন সন্তানের জননী গৃহবধু গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি রোববার বিকালে শহরতলির চাঁচড়া মধ্যপাড়ায় ঘটে। নিহত নাছমা ওই এলাকার হযরত আলীর স্ত্রী ।নিহতের লাশ সোমবার সকালে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হয়।
নিহতের ভাই আব্দুস সামাদ জানান, তার বোনের দাম্পত্য জীবনে একটি প্রতিবন্ধিসহ তিনটি সন্তান আছে। নাছমার অভাব অনটনের সংসারে স্বামী হযরত আলী ভ্যানে, ফেরি করে পেয়ারা বিক্রি করতেন। হযরত আলী ঠিকমত কাজে যেত না। এই নিয়ে সংসারে তাদের সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকত। ঘটনার দিন রোববার সকালে হযরত আলীর কাজে যাওয়া নিয়ে আসমার সাথে ঝগড়া হয়। হযরত বাহিরে গেলে পরে অভিমান করে আসমা ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাশ দিয়ে আত্মহত্য করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ওইদিন রাতে হাসপাতাল মর্গে প্রেরন করেন।
জানতে চাইলে কোতয়ালী থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাস আসমা খাতুন নামে গৃহবধু গলায় ফাশ দিয়ে আত্মহত্যর বিষয়টি নিশ্চিত করেন।