যশোর অফিস : যশোরে অস্ত্রসহ দুই কিশোরগ্যাংএর সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে মইনুদ্দিন খোকন (১৯) ও মেহেদী হাসান নয়ন (১৯)। গত শুক্রবার বিকালে কালেক্টরেট জামে মসজিদ গেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি টিপ চাকু ও একটি ডাল রেঞ্জ উদ্ধার করা হয়।
আটক মইনুদ্দিন খোকন শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে ও মেহেদী হাসান নয়ন একই এলাকার মুরশিদ মোড়লের ছেলে।
এসআই ইয়াসিফ আকবর জয় বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।