রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর শহরের শংকরপুর মুরগির ফার্মের গেটের সামনে থেকে ফয়সাল নামে এক যুবককে একটি দেশী তৈরী ওয়ান স্যুটারগান এক রাউন্ড গুলি ও ৩শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে। কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার সকালে ফয়সালকে গ্রেফতার করে। সে যশোর শহরের ষষ্টিতলা পাড়া রেলবাজার নানা মোসলেম এর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমানসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০ টায় উল্লেখিত স্থান থেকে ফয়সালকে গ্রেফতার করে। পরে তার দখল হতে অস্ত্রগুলি ও হেরোইন উদ্ধার দেখায়। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অস্ত্র ও তৎসহ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে সোপর্দ করা হয়েছে।