যশোর : যশোর সদর উপজেলায় এক বাড়ির পুরাতন দেয়াল ধসে তিন বছরে শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার (২৯ জানুযারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হৈবতপুর ইউনিয়নের ঢহোরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শিশুর নাম তিয়াসা (৩)। সে ওই গ্রামের সোহেলের মেয়ে। নিহতের পারিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি তাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নিহতের মা দেয়াল টপকে পার হচ্ছিলেন। এসময় দেয়াল ধসে গায়ে পড়ে আহত হয় তিয়াসা। দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।