যশোর : যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ ধর্ষক কামালপুর গ্রামের আলমগীর হোসেন লাল্টুর ছেলে তাজামুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে। আদালতে আটক তাজামুল ধর্ষণের কথা স্বীকার করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুল জানান, সোমবার দুপুরে সনাতন ধর্মের (৭) বছরের এক শিশু কামালপুর গ্রামের তাজামুল ইসলামের মায়ের দোকানে মিষ্টি কিনতে যায়। সেখানে তাজামুল ইসলাম শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে শিশুটি চিৎকার করলে তার মাতা দ্রুত ঘটনাস্থলে পৌছালে ধর্ষক দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন। গতকাল মঙ্গলবার সকালে এসআই সাহাবুল সদর উপজেলার রাজারহাট মোড় থেকে ধর্ষক তাজামুল ইসলামকে গ্রেফতার করেন। দুপুরে তাজামুল ইসলামকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের সামনে হাজির করা হলে তাজামুল ইসলাম শিশুটিকে ধর্ষনের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। শিশুটির ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি সম্পন্ন হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।