যশোরে ধর্ষণ মামলার আসামি রাব্বি আটক

প্রকাশঃ ২০২৩-০৩-১৯ - ১৪:৪৩

যশোর অফিস : বগুড়ায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণ মামলার আসামি রাব্বি আহম্মেদকে আটক করেছে যশোরের র‌্যাব। গত ১৭ মার্চ রাতে সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃত রাব্বি আহম্মেদ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের হবিবার রহমানের ছেলে।

র‌্যাব ক্যাম্প যশোর সূত্রে জানা গেছে, গত বছরের ২ অক্টোবর ও ১১ নভেম্বর হিন্দুকান্দি গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে রাব্বি। এরপর থেকেই রাব্বি এলাকা থেকে পালিয়ে যশোরে চলে আসে। সদর উপজেলার বসুন্দিয়া মোড়স্থ্য অসিম পালের বাড়িতে এক ভাড়াটিয়ার বাসায় রাব্বি অবস্থান করতো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে ওই বাড়িতে হানা দেয় র‌্যাব। এসময় রাব্বিকে আটকের পর গতকাল শনিবার সারিকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

বগুড়ার সারিয়াকান্দির নাবালিকা মেয়েকে (১৫) ধর্ষণ মামলার মূল আসামীকে র‌্যাব-৬, যশোর কর্তৃক গ্রেফতার।