যশোরে পাইপগান ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশঃ ২০২৩-০২-২৫ - ১১:০৭

যশোর অফিস : বিপ্লব হোসেন নামে এক সন্ত্রাসীকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের নজরুল ইসলাম সরদার ওরফে মন্টুর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার বিকেলে ফাঁড়ীর এক কর্মকর্তাসহ একদল পুলিশ মাহিদিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার বাগেরহাট বাজার এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য জনসাধারণের মধ্যে ভীতি ও ত্রাসসৃষ্টি করার চেষ্টা করছে। ওই সংবাদের ভিত্তিতে কিছুক্ষণ পর পুলিশের দল বাগেরহাট বাজারের বাসস্ট্যান্ডে উপস্থিতি হলে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি আত্মগোপন করার চেষ্টা করলে সন্ত্রাসী বিপ্লব হোসেনকে আটক করে। পরে তাকে ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদের সে জানায় তার কাছে অস্ত্র গুলি রয়েছে। পরে তাকে নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার সময় পুুলিশের দল মাহিদিয়া গ্রামের সার গেডাউন মোড়ে জনৈক গফুর বিশ্বাসের খেজুর বাগানে উত্তর পাশের পূর্ব আইলে খেজুর গাছে পাশের গর্ত থেকে ময়লা আর্বজনাতে ঢাকা অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা দেশী তৈরী ১টি কালো রংয়ের পাইপ গান, ১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে গভীর রাতে মামলা করেন চাঁচড়া ফাঁড়ীর এক এসআই। শুক্রবার সকালে সন্ত্রাসী বিপ্লব হোসেনকে আদালতে সোপর্দ করেন।