যশোরে পিকআপের ধাক্কায় নিহত ১

প্রকাশঃ ২০২৩-০৩-১২ - ১৬:৫৬

যশোর অফিস : জেলা শহরের শংকরপুরস্থ যশোর কলেজের সামনে গতরাতে পিকআপের ধাক্কায় লিমন হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত লিমন শহরের মুড়লী মোড় এলাকার ওসমান আলীর ছেলে। এ সময় ইউসুফ শেখ (২৬) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত লিমন তার বন্ধু ইউসুফকে নিয়ে নতুন মোটরসাইকেলযোগে শুক্রবার রাত ৮টার দিকে ঘুরতে বেরিয়েছিলেন। শংকরপুরস্থ যশোর কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী লিমন ঘটনাস্থলে মারা যান। অপর আরোহী ইউসুফকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।আহত ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।