যশোরে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশঃ ২০২৩-০৩-২৫ - ১৩:১৭

যশোর অফিস : যশোরে পুলিশ আলাদা অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুইজকে আটক করেছে। এদের মধ্যে চৌগাছার অন্যতম শীর্ষ মাদক বিক্রেতা শহিদুল ইসলাম মুন্সি রয়েছেন।

ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ডিবি পুলিশ শুক্রবার সকালে চৌগাছার শীর্ষ মাদক বিক্রেতা শহিদুল ইসলাম মুন্সিকে (৫১) আটক করেছে। শুক্রবার সকাল পৌঁনে ৮টার দিকে পুড়াপাড়া গ্রামের শরিফুর রহমানের তৃতীয়তলা ভবনের সামনে থেকে শহিদুলকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে ১৬০ কোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৪ লাখ ৮০হাজার টাকা।

পুলিশ আরো জানিয়েছে, শহিদুল ইসলাম শুধু শীর্ষ মাদক বিক্রেতা নয়। সে একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা, বিস্ফোরক আইনের মামলাসহ ২৭টি মামলা আছে।

অন্যদিকে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই তৌফিকুল ইসলাম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গা বাবুবাজার এলাকার একটি বাইসাইকেলের গ্যারেজের সামনে থেকে ২২০ গ্রাম গাঁজাসহ আজিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। আজিম ওই গ্রামের পিয়ার আলীর ছেলে।