রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে শাওন হোসেন(২০)নামে এক কলেজ পড়ুয়া ছাত্র বিদ্যুৎতায়িত হয়ে নিহত হয়েছেন৷ দূর্ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটে৷ নিহত শাওন ঝিনাইদহ মহেশপুরের পুরন্দরপুর গ্রাম এলাকার নাছির উদ্দীনের ছেলে। সে যশোর শহরের বেজপাড়া এমএসটিপি স্কুল এলাকার খালা ও মামা ফিরোজের বাড়ীতে থেকে বিবিএ অনার্স কেন্টনমেন্ট কলেজের ছাত্র ছিলেন৷
হাসপাতালে বাবাও বহনকারি আলিফ জানান, মলবার রাত ৯টার দিকে শাওন ও কয়েকবন্ধু মিলে শহরের লোন অফিস পাড়া এলাকায় রা্কটে খেলছিলেন।এসময় খেলা শেষে শাওন রাকেট বারের লাইটের প্লাগ খুলতে যায়।এসময় অসাবধানতা বসত সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে স্হানিয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেয়।
হাসপাতালে জরুরী বিভাগে ডাক্তার মোঃ হাবিবুর রহমান ভূইয়া শাওনের মৃত্ ঘোষনা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে৷
হাসপাতালে দায়িত্বরত পুলিশের এসআই মাহাবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।