যশোর : গল্প মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণ যোগায়। জীবনকে সুন্দর করে তোলে। সৃষ্টিশীল সমাজ তৈরি করেগল্প মানুষের মনকে রাঙিয়ে তোলে। গড়ে তোলে স্বপ্নময় জীবন। এ জন্য আমাদের বেশি করে গল্প পড়তে হবে। বিদ্রোহী সাহিত্য পরিষদ আয়োজিত গ্রন্থ আলোচনা (নীল ঠোঁটে ঘুম) অনুষ্ঠানে অতিথি ও আলোচকবৃন্দরা এসব কথা বলেছেন। শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘নীল ঠোঁটে ঘুম’ গ্রন্থের প্রকাশক সফিক রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষবিদ ও গবেষক ড. মো. মুস্তাফিজুর রহমান, কবি ও কথাসাহিত্যিক অ্যাড জিএম মুছা, কবি ও কথা সাহিত্যিক মনিরুজ্জামান, কবি এমএনএস তুর্কি। সংগঠনের সহসভাপতি আমির হোসেন মিলনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। অনুভূতি ব্যক্ত করেন নীল ঠোঁটের ঘুম গ্রন্থের লেখক, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি আহমদ রাজু। কবি নূর জাহান আরা নীতির পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আহমেদ মাহাবুব ফারুক, কবি রবিউল হাসনাত সজল, কাজী নূর, রাজপথিক, সোনিয়া সুলতানা চাপা, সঞ্জয় নন্দী, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।