যশোরে বীর মুক্তিযোদ্ধা মকবুলের স্মরণে শোক সভা  

প্রকাশঃ ২০২৩-০১-১৫ - ১৬:২৯

যশোর অফিস : জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য যশোর জেলা জাসদের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের প্রয়াণে জেলা জাসদের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রবিউল আলম।

আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আহসানউল্লাহ ময়না, এড. আবুল কায়েস, শরীফ আহমেদ বাপি, সোহেল আহমেদ, আবুল বাসার মুকুল, মুযাহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, বীর মুক্তিযোদ্ধা শরিফ খায়রুজ্জামান রয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরদার, বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার সদস্য নায়ীম নাজমুল প্রমুখ। পরিচালনা করেন জেলা জাসদ নেতা মোস্তাফিজুর রহমান বাবর।