যশোরঃ যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের মৃত কার্তিক কুমার নন্দীর স্ত্রী শিপুবালা নন্দী (৭০) কে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে তারই পুত্রবধু ক্ষমারানী নন্দী (৪৫)কে পুলিশ আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিপুবালা নন্দীর ছেলে গৌতম কুমার নন্দীর স্ত্রী আটক ক্ষমারানী নন্দী প্রায় তার শাশুড়ীকে মারপিট করতো। তুচ্ছ ঘটনার জের ধরে কথায় কথায় প্রায়ই তাকে মারপিট করতো। শুক্রবার সকালে ক্ষমারানী তার শাশুড়ীকে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। এসময় বৃদ্ধা শিপুবালা নন্দী চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং বৃদ্ধার শরীরে অনেক অংশ পুড়ে গেছে। তারা পুলিশকে খবর দিলে কোতয়ালি মডেল থানার এসআই আমিনুর রহমান শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ক্ষমারানীকে আটক করে। আর বৃদ্ধাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, শিপুবালা নন্দীর শরীরে আগুনে পোড়ার ক্ষত আছে।
আটক পুত্রবধু ক্ষমারানী আগুনে পুড়িয়ে হত্যার চেস্টার অভিযোগ অস্বীকার করেন গ্রামবাসী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন।