রবিউল ইসলাম মিটু,যশোর : সবুজ পাতা সবুজের আহবানে জাগ্রতআমরা, পাঠাগার আন্দোলন, একটি সমন্মত সমাজ উন্নয়ন প্রয়স শ্লোগন সামনে রেখে পাঠাগার আন্দোলনের উদ্যোগে ও জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার ব্যবস্থাপনায় সোমবার সকালে সদরের চাঁদপাড়া গ্রামে ভিন্ন ধারার এক পাঠাগার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনছার আলি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আন্তর্জাতিক কর্মকর্তা মেজবানুর রহমান লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনখুলনার এসআরডিআই এর উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা অমেন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষনা আরএআরএস যশোরের বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলাম, জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার উপদেষ্টা, সাংবাদিক আবিদুর রেজা খান।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়নের সদস্য তরিকুল ইসলাম, সাবেক সদস্য আকতার হোসেন, জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার উপদেষ্টা রফিকুল ইসলাম, জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার অর্থ সম্পদক ফারুক হোসেন,পাঠাগার সেক্রেটারী খায়রুল ইসলাম,মামুন হোসেন প্রমুখ।অনুষ্টান পরিচালনা করেন জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার উপদেষ্টা রফিকুল ইসলাম, জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার কৃষিবিদ ইবাদ আলি। আলোচনা সভা শেষে ফিতা কেটে পাঠাগার উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথিসহ সকল অতিথি জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থার অফিস পরিদর্শন করেন।