যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় একটি নির্মাণাধীন হোটেলের ইট মাথায় পড়ে ৭ বছরের এক শিশু যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার সকাল সাড়ে নয়টার সময় এই দুর্ঘটনা ঘটে।
চৌগাছা উপজেলার পৌরসভার নিরিবিলিপাড়া (৪নং ওয়ার্ড) এলাকার শংকর বালার শিশুকন্যা শ্রেয়া বালা (৭) উপজেলার একটি নির্মাণাধীন হোটেলের ছাদ থেকে ইট তার মাথায় পড়ে। শিশুটি ওই ভবনের নিচে খেলা করছিল। পরে তাকে উদ্ধার করে মারাত্মকভাবে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা বারোটার দিকে শিশুটি মারা যায়। মরা দেহটি যশোর হাসপাতালে ময়নাতদন্তের অপেক্ষায় ছিল।