যশোর অফিস : মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত কল্পে ডিগ এ ওয়েল প্রজেক্টের আওতায় যশোর আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমী স্কুল ক্যাম্পাসে একটি সেমি ডেপটেউবওয়েল স্থাপন করা হয়েছে। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সংস্থার ফাইনান্স এন্ড এ্যাডমিন ও টিভেট প্রোগ্রামের হেড আফতাব হোসাইন, যশোর পৌরসভার কাউন্সিলর হাজি সুমন, এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নূর, রেজিস্ট্রার নূর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মিজানুর রহমান,যবিপ্রবির অফিসার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলারুল ইসলাম হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। এই টিউব ওয়েলটি স্থাপনের মাধ্যমে এই বিদ্যালয়ের কয়েক শো শিক্ষার্থী নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।