যশোর : বায়েজিদ হোসেন (২২) নামে এক যুবক পারিবারিক কলহের এক পর্যায় গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে যশোর সদর উপজেলার দাইতলা মাঠপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও নিহতর পরিবারের লোকজন জানান,সোমবার বায়েজিদ হোসেনের সাথে তার পরিবারের সদস্যদের সাংসারিক কলহের ব্যাপারে বিরোধ বাধে। সে অভিমান করে নিজ ঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপরে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরোতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তর ব্যবস্থা গ্রহন করেন।