যশোর অফিস : যশোরে ইব্রাহীম হোসেন (৩০) নামে এক যুবকে লোহার রড ও ধারালো বার্মিজ চাকু দিয়ে দুই পা ও হাত ভেঙে এবং শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেছে একদল স্থানীয় সন্ত্রাসী। আহত ইব্রাহীম সদর উপজেলার ফরিদপুর গ্রামের নুরুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত নয়টার দিকে ফরিদপুর সুইচ গেট ব্রিজ নামক স্থানে।
আহতের বড় ভাই বাবর আলী জানায়, ফরিদপুর সুইচ গেট ব্রিজ নামক স্থানে আমার আপন ছোট ভাই ইব্রাহম পৌছানো মাত্রই পূর্ব শত্রুতার জের ধরে ও পূর্ব হতে ওৎ পেতে থাকা আব্দুল্লা, মানান্নান, কিরামোতসহ অজ্ঞাতনামা ২/৩ জন স্থানীয় সন্ত্রাসী লোহার রড ও ধারালো বার্মিজ চাকু সহকারে আমার ছোট ভাইয়ের পথরোধ করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা লোহার রড দিয়ে ডান ও বাম পাশে এবং বাম হাতে আঘাত করে গুরুতর জখম করে এবং শ্বাস রোধ করার চেষ্টা করে। এছাড়া ধারালো বার্মিজ চাকু দিয়া দুই হাতের তালু ও পায়ে আঘাত করে জখম করে তর কাছে থাকা নগদ দুই হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগীয় তাকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইব্রাহীম চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানার এস আই মাইদুল বলেন, অভিযোগ হাতে পেয়েছি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবো।