যশোরে যুবক ছুরিকাহত

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৩:৪৯

যশোর অফিস : যশোর শহরের নিউ মার্কেট ট্রাক স্ট্যান্ডে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজন (২১) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি শহরতলী উপশহর ই-ব্লকের মৃত মতিয়ার রহমানের ছেলে।

গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

আহতের স্ত্রী বর্ষা জানান, মেয়েলি ঘটনায়কে কেন্দ্র করে তার স্বামীর সাথে কেসমত নওয়াপাড়া গ্রামের হৃদয় নামে এক যুবকের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে রাজন ব্যক্তিগত কাজে নিউ মার্কেট ট্রাক স্ট্যান্ড আসলে হৃদয়ের নেতৃত্বে ইয়াছিন, রাব্বিসহ অজ্ঞাত পাঁচ ছয় জন তাকে ছুরিকাঘাতে জখম করে।