যশোরে যুব মৈত্রীর কম্বল বিতরণ

প্রকাশঃ ২০২৩-০১-২৬ - ১২:১০

যশোর অফিস : ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কার্যালয়ে বুধবার দুপুরে জেলা যুব মৈত্রীর উদ্যোগে সংগঠনের দরিদ্র ও দু:স্থ কর্মীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। অতিথি ছিলেন ঘাতক দালাল নিমূর্ল কমিটির জেলা সভাপতি হারুন আর রশিদ, জেলা যুব মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি অনুপ কুমার পিন্টু, জেলা সাধারন সম্পাদক সুকান্ত দাস, ছাত্রমৈত্রীর সভাপতি অরুপ মৈত্রী, সাধরন সম্পাদক শাহীন হোসেন যুব নেতা আব্দুর রশিদ ডলার, মোশারফ হোসেন ছাত্র নেতা রাব্বি আব্বাস প্রমূখ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের দরিদ্র, শহরস্থ ও ইউনিয়নের দু:স্থ কর্মীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।