রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের ইসহাক শেখের মেয়ে সেলিনা ৫ লাখ টাকা যৌতুক দিয়েও সংসার করা হলো না। দুই ছেলেমেয়ে হলেও তাকে যৌতুক দিতে ব্যর্থ হয়ে বুধবার সকালে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তিনি যশোর সদর উপজেলার বাদিয়াটোলা গ্রামের রফিকুল ইসলামে স্ত্রী।
নিহতের ভাই একলাস শেখ সাংবাদিকদের জানান, সেলিনার বিয়ের সময় নগদ ২ লাখ টাকা এবং ১ লাখ টাকার আসবাবপত্র দেয়া হয়। কয়েক বছর না যেতেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সেলিনাকে নির্যাতন করতে থাকে রফিকুল। এক পর্যায়ে বোনের সুখের জন্য তাকে দুই লাখ টাকা দেয়া হয়। চলতি বছরে রফিকুল আরও দুই লাখ টাকার যৌতুকের দাবি করে। সেলিনা টাকা দিতে অস্বীকার করলে সে নির্যাতন করতে থাকে । মঙ্গলবার রাতে সেলিনাকে যৌতুকের দাবিতে মারপিট করলে বুধবার সকালে সে কীটনাশক পান করে। স্থানীয়রা সেলিনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। মহিলা মেডিসিন ওয়ার্ডের ডাক্তার তহিদুল ইসলাম সেলিনার মৃত্যু নিশ্চিত করেছেন। কোতয়ালি থানার এসআই মঞ্জুরুল ইসলাম সেলিনা কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে তিনিও জানতে পেরেছেন বলে সাংবাদিকদের বলেছেন।