ইউনিক প্রতিবেদক:
যশোর হতে ফেন্সিডিলসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার (২৮ আগস্ট) দুপুর একটায় জেলার কোতয়ালী মডেল থানাধীন জেলখানা রোডস্থ ইউনাইটেড আই এন্ড জেনারেল হাসপাতালের সামনে হতে মাদক ব্যবসায়ী রহিমা আক্তারকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৬।
র্যাব-৬ সূত্র জানায়, শনিবার (২৮ আগস্ট) দুপুর একটায র্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জেলখানা রোডস্থ ইউনাইটেড আই এন্ড জেনারেল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে উক্ত স্থানে অভিযান চালিয়ে আসামী রাহিমা আক্তার(২৬), পিতা-রুহুল আমিন, স্বামী-রাকিবুল ইসলাম, সাং-পূর্ব বারান্দিপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে ৫০ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।