রবিউল ইসলাম মিটু, যশোর : যথাযোগ্য মর্যদায় যশোরে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, এসময় যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী কর্মসূচি পালন করে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাগপা যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ত্ত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিজামদ্দিন অমিতের নেতৃত্বে জাগপা যশোরের উদ্যোগে যশোর রেলষ্টেশন থেকে সকাল ৮টায় র্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁচড়া বধ্যভূমিতে শেষ হয়। বধ্যভূমিতে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল চৌধুরী,সহ সভাপতি ইদ্রিস মৃধা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, সহ সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান,আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, জাগপা নেতা মুকুল শেখ, রফিকুল ইসলাম রফিক, ফরহাদ আহম্মেদ, সৌরভ বিশ্বাস, সুরুজ খান, পারভেজ হোসেন,জামির গাজী,বিশ্বজিৎ কুমার, হিজবুল হাসান ভিকি, সুমন হোসেন প্রমুখ।