যশোর অফিস : স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী (৯)কে ধর্ষনের চেষ্টার অভিযোগে লম্পট জসিম উদ্দীন (৩৫) এর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মামলাটি করেন শিশুটির মাতা সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রামের বাসিন্দা। আসামী করেছেন, সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওমর আলীর ছেলে জসিম উদ্দীন। পুলিশ জসিম উদ্দীনকে গ্রেফতার করতে পারেনি। আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করেছে।
মামলায় চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর শিশু মেয়ের মাতা উল্লেখ করেন, বাদির স্বামী বিদেশ থাকে। বাদি ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করে। লম্পট জসিম উদ্দীনের বাড়ি ও বাদির বাড়ি পাশাপাশি। জসিম উদ্দীন মাঝে মধ্যে বাদির বাড়িতে আসা যাওয়া করতো। বাদির শিশু মেয়ের সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলতো জসিম উদ্দীন। সেই সূত্র ধরে বাদির শিশু মেয়ে জসিম উদ্দীনকে কাকা বলে ডাকতো। বৃহস্পতিবার ১৬ মার্চ সকালে বাদির বাড়ির পাড়ায় একটি হনুমান আসে। হনুমানটি বাদির গ্রামের স্কুল মাঠে একটি গাছের উপর বসে থাকে। বাদির শিশু মেয়ে হনুমানটি দেখে স্কুল মাঠ থেকে বাড়িতে ফিরে আসার পথে বাদি পক্ষের পারিবারিক কবরস্থানের পাশে কাঁচা রাস্তার উপর সকাল পৌনে ১০ টায় জসিম উদ্দীন বাদির শিশু মেয়েকে দাঁড় করায়। শিশুটির হাত ধরে সরুই ডাঙ্গা গামের জনৈক নবুল্লা এর মেহেগুনী বাগানের মধ্যে নিয়ে মাটিতে শোয়াইয়া তার পরনের হাফপ্যান্ট খুলে জোর করে ধর্ষন করার চেষ্টা করে। শিশুটি ডাক চিৎকার করলে পাশে থাকা লোকজন এগিয়ে আসলে জসিম উদ্দীন শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তখন বাদি তার শিশু মেয়ের কাছে ঘটনা শুনে স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দেন।