যশোরে সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশঃ ২০২৩-০৩-২১ - ১৩:৫০

যশোর অফিস : যশোরে এক সহজ সরল পিতাকে ভুল বুঝিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার পায়তারা করছে বলে অভিযোগ করা হয়েছে। সৎ মা ও ফুফাতো ভাইদের কাছ থেকে ওই সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। পাশাপাশি গত রোববার ফুফাতো ভাইয়ের ছেলে সাফাতের করা সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জমি দখলের চেষ্টা ও ভাড়াটিয়াদের কাছ থেকে হুমকি দিয়ে ডিড করার কথাটি সত্য নয় বলেও দাবি করা হয়েছে।

গতকাল সোমবার প্রেসক্লাব যশোরে সদর উপজেলার বসুন্দিয়া মোড়ের কওছার আলী বিশ্বাস এই সংবাদ সম্মেলন করেন। এসময় কওছার আলী বিশ্বাসের ভাই ফিরোজ হোসেন, হাসান আলী, ছেলে মিথুন এবং এলাকার তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্যে কওছার আলী বিশ্বাস বলেছেন, তিনি বসুন্দিয়া মোড় বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার পিতার আনসার আলী বিশ্বাস শতবর্শী একজন বয়োবৃদ্ধ সহজ সরল মানুষ। যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাজারে তার পিতার কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে। পিতা আনসার আলী বিশ্বাস ও নেছারুন্নেছারা দুই ভাই বোন। ফুফু নেছারুন্নেছার কেশবপুরে বিয়ে হয়েছিল। কিন্তু কওছার আলীর দাদার সম্পত্তি অনেক থাকায় নেছারুন্নেছা তার স্বামী আমিন বিশ্বাসকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। কিন্তু ফারায়েজ অনুযায়ি আনসার আলী বিশ্বাসের পৈত্রিক সম্পত্তি তিন ভাগের এক ভাগ পাবেন নেছারুন্নেছা। কিন্তু পিতার সরলতার সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে ফুফাতো ভাই নুর মোহাম্মদ বিশ্বাস ও রফিক বিশ্বাস প্রায় অর্ধেক সম্পত্তি ভোগ দভলের চেষ্টা করে আসছে। এই সকল ঘটনায় ফুফাতো ভাইদের সাথে পারিবারিক সম্পর্ক তেমন ভাল নয়। ফলে ভাগের চেয়ে বাড়তি সম্পত্তি রক্ষায় নুর মোহাম্মদ বিশ্বাস তার মামা আনসার আলী বিশ্বাসের সরলতার সুযোগকে ব্যবহার করার চেষ্টা করে। তাছাড়া নিজের সুবিধার জন্য নুর মোহাম্মদ মামা আনসার আলীর কাছ থেকে সলেনামার মাধ্যমেও প্রায় দুই কোটি টাকার সম্পত্তি নিয়ে নেন। ফলে সৎ মা এবং ফুফাতো ভাইদের কাছ থেকে সম্পত্তি রক্ষায় সলেনামা রদের জন্য আদালতে মামলা করেন কওছার আলী। ওই সম্পত্তি অন্য বিক্রি করতে না পেরে নুর মোহাম্মদ ও তার ভাইপো সাফাত বিভিন্ন দপ্তরে ৭/৮টি অভিযোগ দায়ের করেন। যা তদন্তে কয়েকটি মিথ্যা প্রমানিত হয়েছে।

কওছার আলী তার সহজ সরল পিতার সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।