যশোর : যশোরের মণিরামপুরে একজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে অক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের নমুনা পাঠানো হয়েছে ১০১ জনের । এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩২জনের। এদের মধ্যে কেউ সংক্রমিত হয়নি বলে জানা গেছে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর থেকে করোনার নমুনা পাঠানো হয়েছে এ পর্যন্ত ১০১ জনের। এর মধ্যে ৩২জনের রিপোর্ট পাওয়া গেছে। তারা কেউ করোনায় সংক্রমিত নয়। তবে খুলনায় নমুনা পাঠানোর মধ্যে একজনের শরীরে করোনায় সংক্রিমত বলে রোববার (১২ এপ্রিল) দুপুরে মোবাইলে জানানো হয়েছে। তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পর তার সুস্থ্যতার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে যশোরে আনা হবে। সংক্রমিত ওই যুবক ইউনিয়নের একজন স্বাস্থ্যকর্মী বলে জানা গেছে। তার বাড়ি মণিরামপুর উপজেলার মশ্মিমনগর এলাকার।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী বলেন, ওই স্বাস্থ্যকর্মী যাদের সঙ্গে মিশেছেন সেই ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি লকডাউন করা হবে।