রবিউল ইসলাম মিটু.যশোর : যশোরে শার্শায় সড়ক দূর্ঘনায় নূর ইসলাম(৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। দূর্ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটে। নিহত নূর ইসলাম যশোরের শার্শা উত্তর বুরুজবাগান গ্রামের আব্দুস সানার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে নূর ইসলাম এলাকার নাভারন বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি গাড়ির সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসারত কিছু সময় পর সার্জারী বিভাগে ডাক্তার প্রতিক বিশ্বাষ বেলা ১টার দিকে তার মৃত্যু ঘোষনা করেন।
যশোর কোতয়ালি থানার এসআই অরুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।