যশোর : যশোরের ঝিকরগাছা রাজগঞ্জ সড়কের হানুয়ার এলাকায় পথচারীকে বাঁচাতে গিয়ে ব্যবসায়ী মোটরসাইকেল চালক মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত মহিউদ্দিন চৌধুরী ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর ছেলে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই লেন্টু জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মহিউদ্দিন চৌধুরী ব্যবসায়ীক কাজে রাজগঞ্জে যাচ্ছিলেন। এসময় তার মোটরসাইকেল ফরিদ নামে এক ব্যক্তি ছিলেন। রাজগঞ্জের অদুরে হানুয়ার এলাকায় পৌছালে রাস্তার পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তার খাদে পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালের ডাক্তার মাহমুদুল হাসান পান্নু মহিউদ্দিন চৌধুরীকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল আরোহী ফরিদকে ওয়ার্ডে পাঠিয়ে দেয়।