রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরের ঝিকরগাছার হত্যাসহ দু’ডর্জন মামলার আসামি রাজু সরদার (৩২) এর গুলিবিদ্ধ লাশ পুলিশ উদ্ধার করেছে । রোববার ভোরের দিকে জেলার মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের জয়েন্ট ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওইদিন বেলা ১টার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহত রাজু ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদার পাড়ার রবিউল সরদারের ছেলে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ রাজু সরদারকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে সে মারা যায়। তার বিরুদ্ধে হত্যাসহ দু’ডর্জন মামলা রয়েছে।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামের একটি ইটভাটার পাশের মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তার নাম রাজু সরদার, বাড়ি ঝিকরগাছা উপজেলায়। লাশ শনাক্ত করতে ঝিকরগাছা পুলিশকে জানান হয়েছে।